বাগধারা - অর্থসহ

সর্বমোট ৫২৭ টা (+- ১০) বাগধারা রয়েছে সিরিয়াল অনুযায়ী, নতুন খুজে পেলে আমরা যোগ করে দিবো ইনশা-আল্লাহ।

অন্ধকার দেখা = দিশেহারা হয়ে পড়া
অগাধ জলের মাছ = অত্যন্ত চালাক লোক
অহিনকুল সম্পর্ক = ভীষন শত্রুতা
অর্ধচন্দ্র দেওয়া = গলাধাক্কা দেওয়া
অন্ধের ষষ্ঠি = একমাত্র অবলম্বন
অকাল কুষ্মান্ড = অপদার্থ
অদৃষ্টের পরিহাস = ভাগ্যের বিড়ম্বনা
অগ্নিপরীক্ষা = কঠিন পরীক্ষা
অক্ষর বট = প্রাচীন ব্যক্তি
অল্পবিদ্যা ভয়ংকরী = অল্প বিদ্যার গর্ব বেশি
অন্ধকারে ঢিল মারা/ছোঁড়া = অনুমানের সাহয্যে উদ্দেশ্য হাসিল করা
অক্ষরে অক্ষরে = হুবহু
অকালপক্ক = ইঁচড়ে পাকা
অষ্টরম্ভা = ফাঁকি
অগ্নিশর্মা = অত্যন্ত রেগে যাওয়া
অমাবস্যার চাঁদ = দুর্লভ বস্তু
অন্তর টিপুনী = পীড়াদায়ক উক্তি
অনেক জলের মাছ = চতুর লোক
অগস্ত্য যাত্রা = চির প্রস্থান/শেষ বিদায়
অক্কা পাওয়া = মরে যাওয়া
অনুরোধের ঢেঁকি গেলা = পরের অনুরোধে কষ্ট স্বীকার করা
অল্প জলের মাছ = অযোগ্য
অলক্ষ্মীর দশা = ক্রমাগত দারিদ্র্য
অরণ্যে রোদন = বিষ্ফল আবেদন
অকূল পাথার = মহাবিপদ
অচল পয়সা = অকেজো হয়ে পড়া
অমৃতে অরুচি = মূল্যবান জিনিসের প্রতি অনীহা
অথৈ জলে পড়া = মস্ত বিপদে পড়া
অন্ধি-সন্ধি = গোপন তথ্য

আঁতে ঘা = মনে কষ্ট
আকাট মূর্খ = জ্ঞানহীন
আকাশ ভেঙ্গে পড়া = ভীষন বিপদে পড়া
আকাশের চাঁদ হাতে পাওয়া = দুর্লভ বস্তু প্রাপ্তি
আক্কেল সেলামী = বোকামির দন্ড/নির্বুদ্ধিতার শাস্তি
আঁধার ঘরের মানিক = একমাত্র সন্তান
আখের বুঝে চলা = ভবিষ্যত বুঝে চলা
আদায় কাঁচকলা = শত্রুতা
আঠার মাসে বছর = দীর্ঘসূত্রিতা
আকাশ কুসুম = অসম্ভব কল্পনা
আলালের ঘরের দুলাল = অতি আদরের পুত্র
আষাঢ়ে গল্প = আজগুবি গল্প
আকাশে তোলা = অতিরিক্ত প্রশংসা করা
আট কপাল = হতভাগ্য
আদার বেপারী = তুচ্ছ লোক
আঁধার ঘরের মানিক = অতি প্রিয় বস্তু
আঙ্গুল ফুলে কলা গাছ = হঠাৎ ধনী হওয়া
আকাশ পাতাল = বিশাল ব্যবধান
আদাজল খেয়ে লাগা = উঠে পড়ে লাগা
আদব-কায়দা দুরস্ত = ভদ্র স্বভাব
আমড়াগাছি করা = তোষামোদ করা
আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ
আটকপালে = হতভা্গ্য
আটঘাট বাঁধা = সাবধান হওয়া
আক্কেল দাঁত = পাকা বুদ্ধি/বুদ্ধির পরিপক্বতা
আড়ি পাতা = লুকিয়ে শুনা
আক্কেল গুড়ুম = স্তম্ভিত
আখের গোছানো = স্বার্থ হাসিল করা
আগুন লাগা সংসার = ভেঙ্গে যাচ্ছে এমন সংসার
আপন পাযে কুড়াল মারা = নিজের অনিষ্ট করা

ইঁদুর কপালে = মন্দ ভাগ্য
ইঁচড়ে পাকা = অকালপক্ব
ইতর বিশেষ = পার্থক্য/বৈষম্য
ঈদের চাঁদ = আকাঙ্ক্ষিত বস্তু

উড়নচন্ডী = অমিতব্যয়ী
উত্তম মধ্যম = প্রহার
উজানের কৈ= দলবদ্ধ
উভয় সংকট = দু দিকেই বিপদ
উলুবনে মুক্তা ছড়ানো = অপাত্রে দান
উঠতে বসতে = সবসময়
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে = একজনের অপরাধ অন্যজনের উপর চাপিয়ে দেওয়া
উড়ে এসে জুড়ে বসা = অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া
ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি
ঊনপাঁজুরে = হতভাগ্য

এক হাত লওয়া = জব্দ করা
এসপার ওসপার করা = মীমাংসা
একাদশে বৃহস্পতি = সুসময়
এলাহি কান্ড = বিরাট আয়োজন
একহাত নেওয়া = প্রতিশোধ নেওয়া
একচোখা = পক্ষপাত
এক নজর = অতি অল্প সময়ের জন্য
এক ঢিলে দুই পাখি মারা = এক সাথে দুই কাজ সমাধা করা
একই একশ = অসাধারণ কর্মকুশল
এক কথার মানুষ = যার কথার নড়চড় হয়না
এক মাঘে শীত যায়না = বিপদ একবার আসেনা
এক ক্ষুরে মাথা মুড়ানো = একই প্রকৃতির লোক
এলোপাতাড়ি = বিশৃঙ্খলভাবে

ওষ্ঠাগত প্রান= মূমুর্ষ
ওজন বুঝে চলা = আত্মসম্মান রক্ষা করা
ওষুধ পড়া = প্রভাব পড়া

কেতা দুরস্ত = পরিপাটি/ফিটফাট
কুলে কালি দেওয়া = বংশে কলঙ্ক দেওয়া
কলুর বলদ = পরাধীন/নির্বিকারে যে পরিশ্রম করে
কূপমন্ডুক = বাইরের জগৎ সম্পর্কে অজ্ঞাত
কুরুক্ষেত্র বাঁধানো = ভীষণ ঝগড়া করা
কাঁটা দিয়ে কাঁটা তোলা = শত্রু দ্বারা শত্রু নাশ
কানে তুলো দেওয়া = শুনেও না শুনা/আক্ষেপ না করা
কপাল ফেরা = ভাগ্যের পরিবর্তন হওয়া
কানে উঠা = শুনতে পাওয়া
কুল কাঠের আগুন = তীব্র জ্বালা
কোলে পিঠে করে মানুষ করা = সযত্নে লালন-পালন করা
কড়া গন্ডায় = পুরোপুরি
কাঁঠালের আমসত্ব = অমূলক বস্তু
কুমীরের কান্না = মায়া কান্না
কানকাটা = নির্লজ্জ
কান পাতলা = সব কথায় বিশ্বাস করা
কলির সন্ধ্যা = কষ্টের সূচনা
কংস মামা= নির্মম আত্নীয়
কেঁচো খুড়তে সাপ= সামান্য সূত্র থেকে অপ্রত্যাশিত বিপদ ঘটা
কইয়ের তেলে কই ভাজা = পরের উপর দিয়ে চলা
কথা বেঁচে খাওয়া = দালালি করা
কাঁচা পয়সা = নগদ টাকা
কাটা ঘায়ে নুনের ছিটা = কষ্টের উপর কষ্ট দেওয়া
কাঠের পুতুল = জড় পদার্থের মতো নিস্ক্রিয়
কত ধানে কত চাল = যথার্থ হিসাব নিকাশ
কথার কথা = গুরুত্বহীন কথা
কোণঠাসা করা = জব্দ করা
কথার মানুষ = নির্ভরযোগ্য ব্যক্তি
কানাকড়ি = সামান্য অর্থ
কই মাছের প্রান = যা সহজে মরেনা
কথায় চিড়া ভিজা = বিনা ব্যয়ে কার্য সিদ্ধি
ক-অক্ষরে গোমাংস = বর্ণ পরিচয়হীন মূর্খ
কলমের খোঁচা = লিখে ক্ষতি করা
কলম পোষা = একঘেয়ে কেরানির কাজ
কলকাঠি নাড়া = গোপনে কু-পরামর্শ দেওয়া
কথা চালা = রটনা করা
কড়ার ভিখারী = নিঃস্ব ব্যক্তি
কাকভূষন্ডি = দীর্ঘায়ু ব্যক্তি
কাঁচা বাঁশে ঘুনে ধরা = অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া
কেঁচোগন্ডুষ করা = পুনরায় আরম্ভ করা
কপালের ফের = অদৃষ্টের বন্ধন
কানে তোলা = গুরুত্ব দেওয়া
কান ভারী করা = কুপরামর্শ দেওয়া
কুনোব্যাঙ = সীমাবদ্ধ জ্ঞান

খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা
খয়ের খাঁ = চাটুকার
খন্ড প্রলয় = তুমুল কান্ড
খেঁজুর আলাপ = অযথা গল্প
খন্ড কপাল = মন্দ ভাগ্য
খাবি খাওয়া = হিমসিম খাওয়া
খাই খাই করা = হা-ভাতে স্বভাব

গনেশ উল্টানো = ফেল মারা
গন্ডগ্রাম = অজপাড়া গাঁ
গড্ডালিকা প্রবাহ = অন্ধ অনুকরন
গোঁয়ার গোবিন্দ = কান্ডজ্ঞানহীন
গোবর গণেশ = নির্বোধ/মূর্খ
গোড়ায় গলদ = শুরুতেই ভূল
গোল্লায় যাওয়া = নষ্ট হয়ে যাওয়া
গোবরে পদ্মফুল = অস্থানে মূল্যবান দ্রব্য
গোকুলের ষাঁড় = নিস্কর্মা/অপদার্থ
গভীর জলের মাছ = সুচতুর ব্যক্তি
গা ঢাকা দেওয়া = পালিয়ে যাওয়া
গা ঝাড়া দিয়ে উঠা = জড়তা কেটে যাওয়া
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কাজ না করে ঘুরে বেড়ানো
গোমূর্খ = কান্ডজ্ঞানহীন
গোলক ধাঁধা = জটিল সমস্যা
গৌরচন্দ্রিকা = ভনিতা/ভূমিকা
গোঁফ খেজুরে = অলস
গাল গল্প = বাজে আড্ডা
গা করা = মনোযোগ দেওয়া
গায়ে পড়া = অযাচিত
গোদের উপর বিষফোঁড় = যন্ত্রনার উপর যন্ত্রনা
গরিবের ঘোড়া রোগ = অতিরিক্ত সখ
গর্দভ রাগিনী = বেসুরে গান
গালে চুনকালি = তীব্র অপমান
গাটের পয়সা = পূর্বে জমানো অর্থ
গা তোলা = ওঠা
গন্ডায় আড্ডা দেওয়া = ফাঁকি দেওয়া
গাছে তুলে মই সরানো/কাড়া = কাজে নামিয়ে সরে পড়া/সাহায্যদানের আশা দিয়ে সাহয্য না করা
গোড়া কেটে আগায় পানি দেওয়া = নষ্ট করে হিতের জন্য তৎপর হওয়া
গৌরীসেনের টাকা = বেহিসেবী অর্থ
গুরু মারা বিদ্যা = অর্জিত বিদ্য দিয়ে বিদ্যাদানকারীকে জব্দ করা
গলাকাটা দাম = খুবই চড়া মূল্য
গঙ্গা জলে গঙ্গা পুজো = যার ধন তার উদ্দেশ্যেই ব্যবহার করা
গদাইলস্করী চাল = মন্থর গতি/আলসেমী
গলগ্রহ = বাড়তি বোঝা
গাছে কাঁঠাল গোঁফে তেল = প্রাপ্তির আগেই ভোগের আয়োজন/কাজ করার আগে ফল ভোগের আকাঙ্খা
গায়ে হাত তোলা = প্রহার করা
গাঁয়ে মানে না আপনি মোড়ল = কারও সমর্থন না থাকা সত্ত্বেও কর্তৃত্ব ফলানো

ঘরের শত্রু বিভীষন = কপট স্বজন
ঘাটের মরা = অতিবৃদ্ধ
ঘোড়ার ডিম = অলীক বস্তু
ঘটিরাম = অপদার্থ
ঘর ভাঙ্গা = কু-পরামর্শ
ঘরছাড়া করা = তাড়িয়ে দেওয়া
ঘরভেদী বিভীষণ = গৃহশত্রু/যে ঘরে বিবাদ বাঁধায়
ঘরে আগুন দেওয়া = সংসারে বিবাদ লাগানো
ঘা খাওয়া = কষ্ট পাওয়া
ঘর থাকতে বাবুই ভেজা = বোকমির দন্ড
ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া = যথার্থ ক্ষমতাবান ব্যক্তিকে না জানিয়ে কার্যোদ্ধার
ঘর আলো করা = সংসারে শোভা বৃদ্ধি করা
ঘোড়ারোগ = অতিরিক্ত সাধ
ঘোড়া দেখে খোঁড়া হওয়া = আরামের উপায় দেখে অলস হওয়া
ঘোল খাওয়ানো = নাজেহাল করা/বিব্রত করা
ঘুঘু চরানো = সর্বস্বান্ত করা

চক্ষুদান = চুরি করা
চক্ষু লজ্জা = অন্যের সামনে কিছু করতে সংকোচ বোধ করা
চোখের চামড়া = লজ্জা
চক্ষুশূল = শত্রু
চক্ষু চড়কগাছ = বিস্ময়ে হতবুদ্ধি
চোখের বালি = শত্রু
চোখের মনি = অতি আদুরে
চাঁদের হাট = আনন্দের প্রাচু্র্য
চশমখোর = লজ্জাহীন
চুন কালি দেওয় = কলঙ্ক দেওয়া
চোখের দেখা = ক্ষনিকের জন্য দেখা
চালবাজি = মিথ্যে বড়াই
চোরাবালি = অদৃশ্য বিপদ
চোখের নেশা = রূপের মোহ
চোখে সরষে ফুল দেখা = হতবুদ্ধি
চোখ টাটানো = হিংসা করা
চিনির পুতুল = অল্প পরিশ্রমেই কাতর
চোখের পর্দা = লজ্জা
চিনির বলদ = পরের জন্য খেটে মরে কিন্তু নিজে ফল পায় না
চোখ বুঁজে থাকা = না দেখার ভান করা
চোখে ধুলো দেয়া = প্রতারণা করা
চাচা আপন প্রাণ বাঁচা = সর্বাগ্রে নিজের জীবন রক্ষা করা
চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন = শোনা বিষয় দেখে সত্য-মিথ্যা যাচাই করা
চোখে আঙ্গুল দিয়ে দেখানো = বিশেষভাবে ইঙ্গিত করা
চুল পাকানো = অভিজ্ঞতা অর্জন

ছিনিমিনি খেলা = যা-তা করা/অবহেলা করা
ছাই ফেলতে ভাঙ্গা কুলো = বিপদের সময় কাজে লাগা
ছেলের হাতের মোয়া = সুল বস্তু/সহজে পাওয়া যায় এমন
ছুচো মেরে হাত গন্ধ = তুচ্ছ ব্যক্তিকে মেরে সম্মানহানি
ছাই চাপা আগুন = সুপ্ত প্রতিভা
ছাই ভস্ম = বাজে
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা = অবাস্তব কল্পনা
ছিচ কাঁদুনে = সহজেই যে কান্না করে
ছাপোষা = অত্যন্ত গরিব
ছক্কা পাঞ্জা = বড় বড় কথা বলা
ছেড়াঁ চুলে খোঁপা বাঁধা = নষ্ট বন্ধুত্ব পুনরায় স্থাপন করার চেষ্টা
ছুঁচোর কচকচি = সবসময় হৈ চৈ
ছ’কড়া-ন’কড়া = সস্তা

জিলাপির প্যাঁচ = কুটবুদ্ধি
জগাখিচুড়ি = বিশৃঙ্খলা
জগদ্দল পাথর = গুরুভার
জাহান্নামে যাওয়া = নষ্ট হওয়া
জলাঞ্জলি দেওয়া = ধুলায় লুন্ঠিত করা
জলে কুমির ডাঙ্গায় বাঘ = উভয় সংকট
জিব বের হওয়া = ক্লান্ত হওয়া
জিব কাটা = তীব্র লজ্জা
জিভে পানি আসা = লালায়িত হওয়া
জমজমাট = সরগরম
জুয়া চুরি = প্রতারণা
জোড় কপাল = সৌভাগ্য
জড়-ভরত = অকর্মণ্য ব্যক্তি
জালগুটানো = ব্যর্থ হওয়া
জাল বিস্তার = প্রভাবিত করা

ঝিকে মেরে বৌকে শেখানো = ইশারায় তিরষ্কার
ঝাঁকের কই = একমতের লোক
ঝোপ বুঝে কোপ মারা = অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা
ঝাল ঝাড়া = রাগ মেটানো
ঝড়ো কাক = বিধ্বস্ত চেহারা
ঝালাপালা = পীড়াদায়ক

টেক্কা দেওয়া/টক্কর দেওয়া = প্রতিযোগিতা করা
টাকার কুমির = অনেক সম্পদের মালিক
টইটুম্বুর = ভরপুর
টানা হেঁচড়া = জোর করা
টিমটিম করা = কোন মতে টিকে থাকা
টোপ ফেলা = কৌশলে সুযোগ ধরা
টোপ গেলা = স্বার্থের জন্যে অন্যকে রাজী করানো
টাকার বান্ডিল = ধনকুবের
টনক নড়া = সচেতন হওয়া
টাল সামলানো = বিপদ কাটিয়ে ওঠা
টাকার গরম = ধনের বাহাদুরী

ঠুটো জগন্নাথ = নামে শক্তিমান কিন্তু কাজে নয়
ঠোঁট ফুলানো = অভিমান করা
ঠোট কাটা =  স্পষ্টভাষী
ঠেলার নাম বাবজী = চাপে পড়ে কাবু হওয়া
ঠক বাছতে গা উজার = সব ঠক
ঠান্ডা লড়াই = গোপনে দুরভিসন্ধি করা
ঠেলা সামলানো = বিপদের ঝুঁকি নেওয়া
ঠাট বজায় রাখা = বাহ্যিক আড়ম্বর

ডুমুরের ফুল = অদৃশ্য বস্তু
ডান হাতের কাজ =  খাওয়া দাওয়া করা
ডান হাত বাম হাত করা = লেনদেন করা
ডান হাতের ব্যাপার = আহার
ডামডোল = গোলযোগ
ডুবে ডুবে জল খাওয়া = গোপনে কাজ করা
ডানা কাটা পরী = অপূর্ব সুন্দরী
ডাকাবুকো = নির্ভীক/দুরন্ত
ডুব মারা = আত্মগোপন করা

ঢাক ঢাক গুড় গুড় = গোপন করা চেষ্টা
ঢাকের কাঠি = মোসাহেব
ঢাক পিটানো = প্রচার করা
ঢাকের বায়া = অকেজো
ঢিমে তেতালা = মন্থর গতি
ঢেঁকির কচকচি = বিরক্তিকর কথা
ঢিঢি পড়া = দুর্নাম রটা

তামার বিষ =  অর্থের কুপ্রভাব
তুষের আগুন =  দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রনা
তাসের ঘর =  ক্ষনস্থায়ী
তাল পাতার সেপাই =  অতিশয় দুর্বল
তড়িঘড়ি = তাড়াহুড়ো
তন্নতন্ন = পুঙ্খানুপুঙ্খ
তল্পিতল্পা = পোটলাপুটলি
তাক লাগা = অবাক হওয়া
তাইরে নাইরে = বৃথা সময় ক্ষেপন করা
তিলকে তাল করা = অতিরঞ্জিত করা
তাল সামলানো = আসন্ন বিপদ হতে বাঁচা
তিক্ত অভিজ্ঞতা = কষ্টকর ধারণা
তীর্থের কাক = আশায় অপেক্ষমাণ
তেলে মাথায় তেল দেওয়া = যার আছে তাকে দেওয়া
তেলে বেগুনে জ্বলা = ভয়ানক দগ্ধকারী দুঃখ
তোলপাড় করা = ছুটাছুটি করে হৈচৈ করা
তুলকালাম = তুমুল ঝগড়া
তালকানা = দিশেহারা
তুলসী বনের বাঘ = ভন্ড

থতমত খাওয়া = কি করবে ভেবে না পাওয়া
থই থই করা = ভরপুর
থানা পুলিশ করা = নালিশ করা
থরথর = ভয়ে কাঁপা
থৈ পাওয়া = সীমা হওয়া
থ-বনে যাওয়া = বিস্মিত হওয়া
থোঁতা মুখ ভোঁতা হওয়া = বড় মুখ ছোট হওয়া

দর কষাকষি করা = দামাদামি করা
দুধের মাছি = সু-সময়ের বন্ধু
দশখান করে বলা = বেশি করে বল
দাঁত খিঁচুনি = অহেতুক ভৎসনা
দোটানায় পড়া = সমস্যায় পড়া
দশজনের একজন = গণ্যমান্য ব্যক্তি
দশে মিলে = সম্মিলিত ভাবে
দিনকে রাত করা = বিপরীত করা
দিনে দুপুরে ডাকাতি = দুঃসাহসিক কাজ
দু’চোখের বিষ = শত্রু
দায়সার = কোন প্রকারে কর্তব্য সম্পাদন করা
দুধের সাধ ঘোলে মেটানো = আসলের অভাব নকলে মেটানো
দাঁত ফুটানো = কঠিন বিষয়ে প্রবেশ
দা-কুমড়া সম্পর্ক = ভয়ানক শত্রুভাব
দাঁও মারা = মোটা অর্থ আত্মসাৎ
দুধ দিয়ে কালসাপ পোষা = যত্ন করে শত্রু পোষা
দুধে ভাতে থাকা = সুখে থাকা
দহরম মহরম = ঘনিষ্ঠ সম্পর্ক
দু মুখো সাপ = যে দু’দিকেই কথা বলে
দু’কূল বজায় রাখা = সব দিক ঠিক রাখা
দুধের ছেলে = কচি
দু’হাতে খরচ করা = বেহিসেবী খরচ
দক্ষযজ্ঞ ব্যাপার = বিরাট সমারোহ

ধরি মাছ না ছুঁই পানি = কৌশলে কাজ করা
ধর্মের কল = সত্য
ধামাচাপা দেওয়া = গোপন করা
ধামাধরা = তোষামোদ করা
ধোপে টেকা = যুক্তিসিদ্ধ
ধোলাই দেওয়া = শাস্তি দেওয়া/মারধর করা
ধর্মপুত্র যুধিষ্ঠির = ধার্মিকের বেশে চরম অধার্মিক
ধর্মের ষাঁড় = স্বেচ্ছাচারী ব্যক্তি
ধান বানতে শিবের গীত = অপ্রাসঙ্গিক কথা
ধরা বাঁধা = নির্দিষ্ট
ধানাই পানাই = অসংলগ্ন উক্তি
ধকল সওয়া = ধাক্কা সামলানো

ননীর পুতুল = খুব আদুরে
নরম গরম = মিঠে কড়া
নজর রাখা = খোঁজ খবর নেওয়া
নয়ছয় = এলোমেলো
নিরানব্বইয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি/ টাকা জমানোর লোভ
নরক যন্ত্রনা = অসহ্য যন্ত্রনা
নিমক হারাম = অকৃতজ্ঞ
নিজের পায়ে কুড়াল মারা = নিজেই নিজের সর্বনাশ করা
নজর লাগা = অশুভ দৃষ্টিতে পড়া
নিমক খাওয়া = সাহয্য নেওয়া
নাকানী চুবানী = কষ্ট
নরক গুলজার = নিন্দার্থে আড্ডা
নিমরাজি = প্রায় রাজি
নাক সিটকানো = অবজ্ঞা করা
নাকে তেল দিয়ে ঘুমানো = নিশ্চিন্ত থাকা
নাক গলানো = অনিধাকার চর্চা
নাড়ির খবর = আসল খবর
নাম ডুবানো = বদনাম

পথের কাঁটা = শত্রু
পান থেকে চুন খসা = সামান্য ত্রুটি
পাকা ধানে মই দেওয়া = ক্ষতি করা
পায়াভারী = অহংকার
পুকুর চুরি = বড় রকমের চুরি
পটল তোলা = মারা যাওয়া
পালের গোদা = দলপতি
পাথরে পাঁচকিল = সুখের সময়
পোয়াবারো = অতিরিক্ত সুবিধা
পথে বসা = সর্বস্বান্ত হওয়া
পেটের কথা = মনের কথা
পুঁটি মাছের প্রান = ছোট আত্মার লোক
পগার পার হওয়া = পলায়ন করা
পরের ধনে পোদ্দারী = অন্যের টাকায় বাহাদুরী
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা = অন্যকে দিয়ে কাজ হাসিল করা

ফতো নবাব = নবাবী চালের দরিদ্র ব্যক্তি
ফঁফর দালালি = অহেতুক মাতব্বরী
ফুল বাবু = বিলাসী
ফতুর হওয়া = নিঃস্ব
ফাঁটা কপাল = দুর্ভাগ্য
ফাঁসির খাওয়া = শেষ খাওয়া
ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া = অল্পতেই ক্লান্ত হওয়া
ফাকতা উড়ানো = ভাবনা চিন্তা না করে নিশ্চিন্তে দিন কাটানো
ফেঁপে ওঠা = বড়লোক হওয়া

বলির বাঁধ = ক্ষনস্থায়ী
বক ধার্মিক = ভন্ড সাধু
বুদ্ধির ঢেঁকি = নিরেট বোকা
বড় কুটুম = শালা
বুকের পাটা = সাহস
বিড়াল তপস্বী = ভন্ড
বাড়া ভাতে ছাই = নিশ্চিত ফল লাভে ক্ষতি
বর্ণচোরা = যার অভিসন্ধি বোঝা যায়না
বংশের বাতি = গৌরবদীপ্ত
বড় মুখ = গর্ব
ব্যাঙ্গের আধুলি = অতি সামান্য ধন
ব্যাঙ্গের সর্দি = অসম্ভব কিছু
বিষের পুটলি = বিদ্বেষী
বিড়ালের আড়াই পা = বেহায়াপনা
বৃদ্ধাঙ্গুলি দেখানো = লড়াইয়ে আহবান করা
বামন হয়ে চাঁদ ধরা = তুচ্ছ ব্যক্তির বৃহৎ আকাঙ্ক্ষা
বাঘের আড়ি = কঠিন শত্রুতা
বাঘের মাসী = সাহসী
বিষদাঁত = ক্ষতিকর
বানরের গলায় মুক্তার হার = অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
বেগুন গাছে আকষি দেওয়া = অতিশয় খর্বাকৃতি
বিনা মেঘে বজ্রপাত = আকস্মিক বিপদ
বিসমিল্লায় গলদ = শুরুতেই ভুল
বাপের ঠাকুর = শ্রদ্ধেয় ব্যক্তি
বইয়ের পোকা = খুব পড়ুয়া
বেগার ঠেলা = অনিচ্ছায় অলাভজনক কাজ করা
বিদ্যার জাহাজ/বিদ্যার বালিশ = অতিশয় পন্ডিত-ব্যঙ্গার্থে
বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু
বা হাতের ব্যাপার = ঘুষ
বিদুরের খুদ = সামান্য উপহার

ভিজে বিড়াল = কপটচারী
ভিটায় ঘুঘু চরানো = উচ্ছন্নে যাওয়া
ভীমরুলের চাকে খোচা দেওয়া = উত্যক্ত করা
ভাড়ের কলসী = স্বার্থসিদ্ধির উপায়ে
ভেক ধরা = ছদ্মবেশ ধরা
ভূতের মুখে রাম রাম = শত্রুর মুখে প্রশংসা
ভীমরতি ধরা = বুদ্ধি লোপ পাওয়া
ভুঁইফোঁড় = অর্বাচীন
ভেরেন্ডা ভাজা = অকাজ
ভস্মে ঘি ঢালা = অপাত্রে দান করা
ভূতের বাপের শ্রাদ্ধ = বাজে কাজে অর্থ ব্যয় করা
ভূতের বেগার = পন্ডশ্রম
ভরাডুবি = সর্বনাশ
ভূষন্ডির কাক = দীর্ঘায়ু ব্যক্তি
ভানুমতির খেল = কহক বিদ্যা/বশীভূত করা
ভালোয় ভালোয় = মঙ্গল মতো
ভাঁড়ে মা ভবানী = ভান্ডার শূন্য

মটির মানুষ = নিরীহ লোক
মিছরির ছুরি = মুখে মধু অন্তরে বিষ
মাছের মা = নির্মম
মগের মুল্লুক = অরাজকতা
মাছের মায়ের পুত্রশোক = নিরর্থক শোক/মমতাহীন
মুখ রাখা = মান রাখা
মাকাল ফল = অন্তঃসারশূন্য
মুখে চুনকালি দেওয়া = কলঙ্ক দেওয়া
মানুষের মত মানুষ = আদর্শ পুরুষ
মাথায় হাত দেওয়া = হতবাক হওয়া
মুশকিল আসান = বিপদমুক্তি
মহড়া দেওয়া = প্রস্তুতি নেওয়া
মনে লাগা = পছন্দ হওয়া
মানিক জোড় = প্রগাঢ় বন্ধুত্ব
মামার বাড়ির আবদার = অবাঞ্চিত আশা
মান্ধাতার আমল = অতি প্রাচীন কাল
মাথায় রাখা = শ্রদ্ধা করা
মুখ খোলা = চুপ থাকার পর কথা বলা
মাঠে মারা যাওয়া = সমূলে নষ্ট হওয়া
মাৎস্যন্যায় = হানাহানি
মাটি হওয়া = নষ্ট হয়ে যাওয়া
মাথা খাওয়া = উৎসন্নে দেয়া
মুচির কুকুর = হিংস্র
মুখচোর = লাজুক
ম্যাও ধরা = দায়িত্ব পালন
মাথার মণি = শ্রদ্ধাভাজন
মুখ তুলে চাওয়া = প্রসন্ন হওয়া
মরা খেকো = অত্যন্ত রোগা
মুখে ফুল চন্দন পড়া = সুসংবাদের জন্য ধন্যবাদ

যমের অরুচি = যার মৃত্যু নেই-ব্যাঙ্গার্থে
যম যন্ত্রনা = মৃত্যু যন্ত্রনা
যমদূত = ভয়ঙ্কর আকৃতি
যবনিকাপাত = অবসান
যমের দোসর = ভয়ানক লোক
যবনিকা পতন = পরিসমাপ্তি/শেষ
যক্ষের ধন = কৃপনের ধন

রায় বাঘিনী = ক্রর প্রকৃতির মহিলা
রাজঘটক =  উত্তম মিলন
রগচটা = বদমেজাজী
রাঘব বোয়াল = বড় চোর
রাজযোটক = চমৎকার মিল
রাবনের চিতা = অশান্তি
রাহুর দশা = দুঃসময়
রুই-কাতলা = বড় বড় লোক
রাঙামুলো = সুদর্শন কিন্তু গুনহীন
রাঁই কুড়িয়ে বেল = অল্প অল্প সঞ্চয়ে প্রচুর অর্থ জমানো
রক্ত অক্ষরে লেখা = সংগ্রামের ইতিহাস হয়ে থাকা
রাজা-উজির মারা = অর্থহীন গল্প

লম্বা দেওয়া = পলায়ন করা
লঙ্কা পায়রা = ফুলবাবু
লেফাফা দুরস্ত =  বাহ্যিক পরিপাটি
লালবাতি জ্বালানো = দেউলিয়া হওয়া
লেজে-গোবরে = ভীষণ এলোমেলো
লেজ গুটানো = পালানো
লগন চাঁদ = ভাগ্যবান

শাপে বর = অনিষ্টে ইষ্ট লাভ
শকুনি মামা = নির্মম আত্নীয়/কুচক্রী
শাঁখের করাত = উভয় সংকট
শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ
শনির দৃষ্টি = কু-দৃষ্টি
শ্রীঘর = কারাগার

ষোলকলা = সম্পূর্ন
ষন্ডমার্কা = একগুঁয়ে প্রকৃতির
ষোলকড়াই কানা = সবই বিফল
ষোল আনা = সম্পূর্ণ

সব শিয়ালের এক রা = সমগোত্রীয়দের একই মনোভাব
সোনার পাথর বাটি = অসম্ভব বস্তু
স্বখাত সলিল = নিজের বিপদ নিজেই ডেকে আনা
সিঁদুরে মেঘ = অল্পতে ভয়
সাপে-নেউলে = শত্রুভাবে
সোনায় সোহাগা = ভালোর সাথে ভালোর মিল
সাক্ষী গোপাল = নিস্ক্রিয় দর্শক
সাপের পাঁচ পা দেখা =গর্বে অন্ধ হওয়া
সাত জন্ম = কখনো

হাতে কলমে = ব্যবহারিকভাবে
হাতেখড়ি = শুরু
হাতটান = চুরির অভ্যাস
হাড়ে বাতাস = গভীর ভাবে
হ-য-ব-র-ল = বিশৃঙ্খলা
হাটে হাড়ি ভাঙ্গা = গোপন কথা প্রকাশ করা
হাতের পাঁচ = শেষ সম্বল
হাত পাকানো = দক্ষতা অর্জন
হিতে বিপরীত = উল্টা ফল
হাতির খোরাক = বেশি খাবার
হরিষে বিষাদ = আনন্দের মাঝে নিরানন্দ

পরীক্ষায় আসবে অর্থসহ বাক্য রচনা করুন। আমরা বাগধারা অর্থসহ দিয়ে দিলাম আপনারা নিজের মত করে বাক্য রচনা করে নিবেন আশা করি। আমরা চেষ্টা করেছি নির্ভূল তথ্য প্রদান করতে, তারপরে ও ভূল হয়ে থাকলে আমাদের কে জানানোর জন্য অনুরোধ থাকলো।